জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়ায় গ্রেনেট হামলা দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পুষ্পার্ঘ অর্পন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে । আজ ২১ আগষ্ট শনিবার সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়েছে।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক জুয়েল, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির খান, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, শ্রমিকলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদন মাসুম।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।
পরে কাঠালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাঈদ আহমেদ জিসান ও সাধারণ সম্পাদক মাসুদ খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
এ সময় কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল আমিন ছগির গ্রেনেট হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন।