নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা ও মাইটিভির প্রতিষ্ঠাতা মরহুমা ওমেদা বেগমের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মাইটিভির গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, এইচএম লিজন, জিএম জসিম হাসান ও ফাহাদ মিয়াসহ অন্যান্যরা।
শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ হায়াতুল ইসলাম।