কাঠালিয়া প্রতিনিধি:
গাজা ও রাফায় বর্বরোচিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে কাঠালিয়া সরকারি কলেজ ছাত্রদল।
আজ সোমবার ৮ এপ্রিল দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে সরকারি কলেজ ছাত্রদল।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে ‘গাজায় গণহত্যা বন্ধ কর’ এবং ‘STOP GENOCIDE IN GAZA’ শিরোনামের ব্যানার হাতে দাঁড়িয়ে গাজাবাসীর প্রতি সংহতি জানান। ব্যানারে লেখা ছিল: “Our Demonstration in Solidarity with the Palestinian People Against the Israeli Genocide and Crimes Against Humanity in Gaza”।
কর্মসূচিতে কাঠালিয়া কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা, “ফিলিস্তিনে শিশু, নারী ও নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধের তীব্র নিন্দা এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধের আহ্বান জানান”