রাজাপুর প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজাপুরে দোয়া মাহফিল ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন অনুষ্টিত হয়েছে।
রাজাপুর উপজেলা ছাত্রদলের একাংশ এ দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরন এর আয়োজন করে।
মঙ্গলবার বাদ আছর অ্যাডঃআমিনুল ইসলাম সড়ক এর বায়তুল মোকারম জামে মসজিদ এ অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার পাশা নিপু,ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য আল ইমরান, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাবের আল রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম, বাইজিদ,সাগর ইসলাম জুয়েল, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাঈনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহিম প্রমূখ।দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, সুস্থতা ও দীঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।