ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝালকাঠিতে সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ বুধবার বিকেলে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। ঝালকাঠি জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট মো. সৈদয় হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনে বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহŸায়ক শামীম তালুকদার ও মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।
সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়ে বলেন, সারাদেশ এখন দুর্নীতিতে ভরে গেছে। সরকারের লোকজন সবকিছু লুটপাট করে খাচ্ছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, অথচ খালেদা জিয়াকে ছোটখাটো মামলায়ও জামিন দেওয়া হচ্ছে না। তাই লুটেরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।