ঝালকাঠি প্রতিবেদক:
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবয়ন ও বর্তমানে দে বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে জনসমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ সদর উপজেলার বিনয়কাঠি সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলো। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।
জিয়াউর রহমান বাকশাল থেকে গণতন্ত্র ফিরিয়ে ছিলেন। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, তারা মানুষের ভোটের অধিকার হরণ করছে। বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা, তাঁর পরিবার ও আওয়ামী লীগ নেতারা।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক হেদায়েতুল ইসলাম সোহেলের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্র্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্র্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জীবা আমিনা আল গাজী, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপি সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের কযয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।