আন্তর্জাতিক ডেস্কঃ চাষের জমিতে মেটাল ডিটেক্টর দিয়ে লোহা-লক্কড়ের খোঁজ চালাচ্ছিলেন এক দম্পতি। শখের বশেই এই খোঁজাখুঁজি চালান তারা। আর তা করতে গিয়েই ভাগ্য বদলে গেল তাদের। ব্যক্তিগত চাষের জমিতেই তারা খুঁজে পেলেন ছোট্ট এক সোনার বাইবেল।
চাষের জমিতে মেটাল ডিটেক্টর দিয়ে লোহা-লক্কড়ের খোঁজ চালাচ্ছিলেন এক দম্পতি। শখের বশেই এই খোঁজাখুঁজি চালান তারা। আর তা করতে গিয়েই ভাগ্য বদলে গেল তাদের। ব্যক্তিগত চাষের জমিতেই তারা খুঁজে পেলেন ছোট্ট এক সোনার বাইবেল।
পেশায় নার্স বাফি ও তার স্বামীর শখ পুরনো ধাতব জিনিস খুঁজে বেড়ান। অনেকে নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে পেতে বাফি দম্পতির সাহায্য নেন। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ইয়র্কেই একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পেয়েছিলেন তারা। জমির মালিকের ইচ্ছাতেই খোঁজ শুরু করেন বাফিরা।
কিছু দূর যাওয়ার পর মেটাল ডিটেক্টর-এ খুব শক্তিশালী সিগন্যাল পান তারা। প্রায় পাঁচ ইঞ্চি খোঁড়ার পরই একটি ছোট সোনালি রঙের ধাতু উদ্ধার করেন। সেই ছোট সোনালি রঙের জিনিসটিই যে দুর্মূল্য সোনার বাইবেল তা প্রথমে বুঝতে পারেননি কেউই। পরে মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি। সোনার বাইবেলটির দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার, ওজন মাত্র পাঁচ গ্রাম। ব্যবহার করা হয়েছে ২৪ ক্যারেটের সোনা।
আরও খোঁজ খবর নিয়ে বাফি জানতে পারেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের বাইবেল সেটি। বিশেষজ্ঞদের মতে, তৃতীয় রিচার্ড রাজত্বকালে সম্ভবত কোনো নারী আত্মীয়কে উপহার হিসাবে এই বাইবেল দিয়েছিলেন। উল্লেখ্য, পঞ্চদশ শতকে ‘হাউজ অব ইয়র্কে’র সর্বশেষ রাজা হিসেবে ইংল্যান্ড শাসন করেন তৃতীয় রিচার্ড। ৩২ বছর বয়সী ইংল্যান্ডের এই রাজা ১৪৮৫ সালের বসওর্থের গৃহযুদ্ধে মারা যান।