খেলা ডেস্কঃ কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে ২১ নভেম্বর কাতার বিশ্বকাপের পর্দা ওঠার কথা ছিল। তা পরিবর্তিত হয়েছে। উদ্বোধনী দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আয়োজক দেশ কাতার। এছাড়া একদিন এগিয়ে কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। ফলে সূচি ঠিক রাখতে ২৮ দিনের আসর বাড়লো একদিন। হবে ২৯ দিনে।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিফা। বিবৃতিতে বলা হয়েছে, আয়োজক দেশ কাতার ২০ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হবে। নতুন সূচি অনুয়ায়ী, সেনেগাল ও নেদারল্যান্ডসের মধ্যে ‘এ’ গ্রুপের ম্যাচটি ২১ নভেম্বর হবে। তবে ইরান ও ইংল্যান্ড ম্যাচের কোনো পরিবর্তন নেই।
বিশ্বকাপের প্রথা অনুযায়ী প্রথম ম্যাচে খেলে আয়োজক দেশ। কিন্তু এবারের সূচিতে আয়োজক দেশে কাতার বা গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স কেউ ছিল না প্রথম ম্যাচে। তাই প্রথম ম্যাচে কাতারকে সুযোগ করতে দিতেই বিশ্বকাপ একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর।