আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য শিগ্গরই আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা। কাতারের রাজধানী দোহায় দুই দিনের আলোচনা শেষে রোববার এক যৌথ বিবৃতিতে তারা এ কথা জানান। গত কয়েক মাস ধরেই তালেবান বাহিনীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন আফগান সরকারের প্রতিনিধিরা। কিন্তু তালেবানরা দেশটির বড় অংশের দখল নেওয়ায় সে আলোচনায় ভাটা পড়ে।
আফগানিস্তানে সংঘাত বাড়ার মধ্যেই শনিবার দোহায় আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের এই বৈঠক শুরু হয়। বিবৃতিতে বলা হয়, “আমরা আফগানিস্তানে মানবিক সহায়তা দেওয়ার জন্য কাজ করে যাব। আলোচনায় কাতারের মধ্যস্থতাকারী জানান, দুই দিনের আলোচনা শেষে দুই পক্ষই ‘বেসামরিক মানুষের মৃত্যু ঠেকাতে’ যুদ্ধবিরতির প্রস্তাব থেকেও অনেক দূরে আছে।
দোহা আলোচনায় মধ্যস্থাতাকারী কাতারের ‘সন্ত্রাসবাদবিরোধী’ দূত মুতলাক আল কাহতানি বলেন, একটি সমঝোতায় পৌঁছার আগ পর্যন্ত দুই পক্ষই উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। এ লক্ষ্যে আগামী সপ্তাহে তারা আবারও বৈঠকে বসবে।
দ্বিতীয় দিনের আলোচনার মধ্যে তালেবানদের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ইসলামিক আমির অত্যন্ত জোড়ালোভাবে এর রাজনৈতিক সমাধান চাইছেন।