জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার নিজস্ব অর্থায়নে কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় জনস্বার্থে পাকা রাস্তা নির্মান করেন।
আজ ১৩ জুন রোববার দুপুরে কাঠালিয়া সদর লঞ্চঘাট এলাকার বেড়ির সংযোগ স্থল থেকে শুরু করে পল্টুন পর্যন্ত ইট সলিং এর পাকা রাস্তা নির্মানের কাজ শুরু করেন। দীর্ঘদিন যাবৎ এ রাস্তা দিয়ে লঞ্চে উঠা-নামা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
বর্ষ মৌসুমের কথা চিন্তা করে আওয়ামীলীগ নেতা ব্যক্তিগত উদ্যোগে এ কাজ শুরু করেন। দুই একদিনের মধ্যেই রাস্তাটি নির্মান সম্পুর্ন হবে। ফলে বর্ষ মৌসুমে আর কোন যাত্রীকে কাদা পানি ভেঙ্গে লঞ্চে উঠা-নামা করতে হবে না।
এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিথ ছিলেন।