কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৫ আগষ্ট বুধবার দুপুরে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সহায়তা প্রদান করা হয়।
৩৩৩ নম্বরে ফোন দিয়ে কাঠালিয়া সদর ইউনিয়নের কয়েকজন দরিদ্র ব্যক্তি খাদ্য সহায়তার অনুরোধ করলে, ঐ সকল ব্যক্তিদের খোঁজ-খবর নিয়ে দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে তাদের জন্য খাদ্য সামগ্রী দেয়ার ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মেদুর রহমান, ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান সিকদার প্রমূখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তৈল, আটা, চিনি, চিড়া, নুডুল্স ও লবণ ।