কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোঃ মাহাতাব উদ্দিন (খলিফা) আকন (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)।
আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মৃত্যু বরণ করেন
স্বজন ও প্রতিবেশীরা জানান, মাহাতাব খলিফা দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যু কালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাংখী রেখে যান।
মাহাতাব উদ্দিন আকন উপজেলার জয়খালী গ্রামের মৃত মফিজ উদ্দিন আকনের ছেলে।
তার মৃত্যুতে কাঠালিয়া বাজার ব্যবসায়ী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম ও সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃন্দন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানার নামাজ আগামীকাল ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার সকাল ৮ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে ইস্তিসকার নামাজ আদায় শেষে অনুষ্ঠিত হইবে।