জনতার খবর ডেক্স: কাঠালিয়া প্রতিনিধিঃ কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকরা উপজেলা সদরে হাসপাতাল স্থাপন, সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ছৈলারচর অবকাঠামো উন্নয়ন, নদী শাসনসহ টেকসই বেড়িবাঁধ নির্মান ও শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম তাঁর কর্মদক্ষতা, সততা ও আন্তরিতার সাথে কাঠালিয়ার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এতে সকলের পরামর্শ ও সহযোগীতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল অলম, সহ- সভাপতি মোঃ ছরোয়ার হোসেন সিকদার, মোঃ খায়রুল অমিন ছগির, সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মহসিন খান, মোঃ শাকিল হোসেন, অনলাইন নিউজ পোর্টাল জনতার খবর ডট কম এর সহকারী বার্তা সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম বাপ্পী প্রমুখ।
উল্লেখ্য, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন মেহেন্দীগঞ্জ উপজেলায় বদলী হওয়ায় বর্তমান মাসের ১ তারিখ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম কাঠালিয়ায় যোগদান করেন। এর পূর্বে তিনি ভোলার মনপুরা উপজেলায় কর্মরত ছিলেন।