জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে বিতরণ। আজ ৩০ জুন বুধবার দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার ফাউন্ডেশন মিলনায়তনে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু।
প্রত্যেককে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও সাবান প্রদান করা হয়েছে। ১৪ দলের সম্বনায়ক আলহাজ্ব আমির হোসেন আমুর সহযোগিতায় জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলমের তত্ত্বাবধানে এ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক আব্দুল হালিম, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল আমিন ছগির, সমাজ কল্যাণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, সাকিবুজ্জামান সবুর, সহযোগী সদস্য মোঃ মহসিন, মোঃ শাকিল মিয়াজী, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম. এম তারিকুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সাধারণ সম্পাদক মোঃ উজ্জল জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা অবিনাস সন্নমৎ, শিক্ষক মোঃ রাজিব হোসেনসহ শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। কাঠালিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার ২৫০০ জন মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।