কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে কাঠালিয়া কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কিবরিয়া আকনকে সংবর্ধনা দিয়েছেন কাঠালিয়া প্রেসক্লাব। মঙ্গলবার রাতে প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমি চাকুরী কালিন দীর্ঘ সময় বৈষম্যের স্বীকার হয়েছি। অজ্ঞাত কারনে পদন্নোতি পাইনি। তিনি আরো বলেন- আদালত, হাসপাতাল, ডিসি অফিসসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা ও প্রতিষ্ঠানে সেবা প্রার্থীদের বিশ্রামারগার, খাবার পানি, ফ্যান, শৌচাগার সহ বিভিন্ন সুবিধা বৃদ্ধির জন্য আপনাদের লিখনের মাধ্যমে তুলে ধরবেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকর ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাবের পক্ষথেকে প্রধান অতিথি মোঃ গোলাম কিবরিয়া আকনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল কালাম হাওলাদার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম প্রমূখ।
কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোঃ মহসিন খান, মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, মোঃ আহমাদুল্লাহ রবিউল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মাহাফুজুর রহমান।