কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক বারবার বিআর ডিবির চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সিকদারের ৫নং শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারের অফিস শনিবার রাত ৮টায় উদ্ধোধন করা হয়েছে।
মোঃ গোলাম কিবরিয়া সিকদার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি তার বক্তাব্যে বলেন, বিগত দিনে আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে মানুষ সাড়া দিন কাজ করে রাতে ঘরের দরজা খোলা রেখে শান্তিতে গুমাতে পারছিলো, আর এখন ঘরেরর দরজা বন্ধ করেও শান্তিতে ঘুমাতে পারছেনা, প্রতি দিন চুরি, ডাকাতি, খুন, ধর্ষন, মারা মারি ঘটনা ঘটছে, আমি আবার চেয়ারম্যান নির্বাচিত হলে আমি আমার লোকজন নিয়ে পাহারা দিব আর আপনারা শান্তিতে ঘুমাবেন, আমি কথা দিলাম আমি নির্বাচিত হলে, কাঠালিয়া উপজেলাকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে রুপান্তিত করবো, কোন চাদা, ভূমিদস্যু, সন্ত্রাস, মাদক কারবারি, গাজা খোর, ইয়াবা খোর চিরতরে নির্মূল করে দেব,, আপনাদের ন্যায্য অধিকার আদায় করতে প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব তার পরেও অন্যায়ের সাথে কোনদিন আপোষ করব না ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তোফাজ্জেল, রুবেল সমাজ কল্যান ও যুব ক্রীড়া সংঘের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন খান, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম রুঙ্গু সিকদার, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুজ্জামান খান চঞ্চল, সাবেক ইউপি সদস্য খন্দকার নাজির আহম্মেদ, মোঃ আব্দুল রাজ্জাক হাওলাদার, মোঃ শামিম রেজা, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ রোমেল, কচুয়া ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বাবুল সিকদার, লতাবুনিয়া ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক মোল্লা, সাধারন সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, আওয়ামী লীগ নেতা গাজী হাবিবুর রহমান মোঃ আঃ ছালাম ফকির, মোঃ সেরাজুল ইসলাম মিনি মিরা, মোঃ লতিফ ডাকুয়া, জাতীয় পার্টির নেতা মোঃ হারুন অর রশিদ, কচুয়া ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার লোকজন উপস্থিত ছিলেন। বক্তরা দলমত নির্ভিশেষে মোঃ গোলাম কিবরিয়া সিকদারকে বিজয়ী করার জন্য গ্রামে গ্রামে গিয়ে সকলের কাছে ভোট চাওয়ার অনুরোধ জানান। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া বাজার মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ্। দোয়া মোনাজাত শেষে বিশাল এক মিছিল কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়।