কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষন দিলরুবা পারভীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুদ্দিন খলিফা।
গত ১৫ ফেব্রæয়ারী সমিতির কার্যালয় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে দিলরুবা পারভীনকে সভাপতি, মোঃ মাইনুদ্দিন খলিফাকে সাধারণ সম্পাদক, মোঃ নাসির উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ জাহাঙ্গীর হোসেনকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির গত ১৯ ফেব্রæয়ারী এ কমিটির অনুমোদ দেয়া হয়েছে।