জনতার খবর ডেক্সঃ
গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ২য় পর্যায়ের ঘর হস্তান্তর করার লক্ষ্যে সারাদেশে আগামী ২০ জুন একযোগে উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষ্যে আজ ১৮ জুন শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে কাঠালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার সাংবাদিকদের জানান, আগামী ২০ জুন সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী কাঠালিয়া উপজেলায় ৩২৮টি ঘর, ভূমিহীন ও গৃহহীন উপকার ভোগীদের কাছে হস্তান্তর করবেন। তিনি আরও জানান, কাঠালিয়া উপজেলায় জমি নাই ঘর নাই এমন একটি লোকও থাকবে না যারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবেন না। পর্যাক্রমে প্রতিটি পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা হবে।
চলমান প্রকল্পে কাঠালিয়া সদর ইউনিয়নে ৯১টি, আমুয়ায় ৫৪টি, পাটিখালঘাটায় ৪৯টি, চেঁচরীরামপুরে ৩১টি, শৌলজালিয়ায় ৫১টি ও আওরাবুনিয়ায় ৫১টি ২য় পর্যায়ের ঘর ও জমি গৃহহীনদের বুঝিয়ে দেয়া হবে। উল্লেখ্য যে, আরও ৫০টি ঘর ও জমি ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিুবুর রহমান উজির সিকদার, সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদুর রহমান,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা ছালে মোহাম্মদ মোয়াজ্জেম।
প্রেস ব্রিফিংয়ে কাঠালিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সমকাল প্রতিনিধি মোঃ ফারুক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগান্তর প্রতিনিধি মোঃ শহীদুল আলম, ক্যাশিয়ার, সংগ্রাম প্রতিনিধি মোঃ জাকির হোসেন, , সমাজ কল্যাণ সম্পাদক, সংবাদ প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ, সাহিত্য সম্পাদক, আজকের বার্তা প্রতিনিধি মোঃ খাইরুল আমিন ছগির,প্রচার সম্পাদক মোহনা টিভি প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ,নির্বাহী সদস্য ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আব্দুল হালিম, খোলা কাগজ প্রতিনিধি মাছুম বিল্লাহ জুয়েল, দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ সাকিবুজ্জামান, নবঅভিযান পত্রিকার প্রতিনিধি মোঃ সরোয়ার সিকদার, বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, সহযোগী সদস্য বিল্পবী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মনজুরুল কবির পারভেজ, আমাদের সময় প্রতিনিধি মোঃ মহসিন খান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।