জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির সড়ক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ায় উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠের পক্ষ থেকে শুকরিয়া দোয়া ও মিলাদ অব্যাহত রয়েছে।
আজ ১৯ জুলাই সোমবার আছার নামাজবাদ উপজেলার বড় কাঠালিয়া পুলঘাটা জামে মসজিদে আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যান ও তার সঙ্গীরা দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ায় শুকরিয়া জানানো হয় এবং তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
দোয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, দপ্তর সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক জুয়েল, শ্রমিকলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন মাসুম, যুবলীগ নেতা মোঃ সারোয়ার হোসেন বাদল, আওয়ামীলীগ নেতা আঃ খালেক ফরাজী, নুরুল হক হাওলাদার, আকব্বর ফরাজি, মাওলানা আবু হানিফ, মোঃ রবিউল ইসলাম, আঃ ছালাম ফরাজী, বশির ফরাজী, শাহজাহান ফরাজী, কানন সিকদার, সুজন হাওলাদার, সুমন খলিফা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, সাংবাদিক, ইমাম ও খতিব মাওলানা খাইরুল আমিন ছগির।
উল্লেখ্য যে, ভাঙ্গা-মাওয়া সড়কের পাচর নামক স্থানে শুক্রবার দিবাগত রাতে চেয়ারম্যানকে বহনকারী গাড়ীটি দুর্ঘটনার কবলে পড়ে। তাদের ব্যবহৃত গাড়ীটি ধুমরে-মুচরে গেলেও চেয়ারম্যান ও তার সফর সঙ্গীরা সকলে অক্ষত রয়েছেন। এ সময় তার সাথে ছিলেন চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ জমাদ্দার।