জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির শুক্রবার দিবাগত রাতে ঢাকা যাওয়ার পথে ভাঙ্গা মাওয়া সড়কের পাঁচ্চর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।
তাদের ব্যবহৃত গাড়ীটি ধুমরে-মুচরে গেলেও চেয়ারম্যান ও তার সফর সঙ্গীরা সকলে অক্ষত রয়েছেন। এ সময় তার সাথে ছিলেন চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ জমাদ্দার।
মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক জুয়েল বিভিন্ন মসজিদ ও ইয়াতিমখানায় আজ ১৭ জুলাই শনিবার মিলাদ ও দোয়ার আয়োজন করেন।