জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের এক ব্যবসায়ীর বাড়ী থেকে ৮ লক্ষাধিক টাকার অবৈধ পলিথিন উদ্ধার ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ২৯ জুলাই বৃহস্পতিবার রাত ৯টায় আমুয়া ইউনিযনের ছোনাউটা গ্রামের হারুন মোল্লার ছেলে জসিম মোল্লার আবাসিক গৃহে অভিযান চালিয়ে ৮ লক্ষাধিক টাকার অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। এ সময় জসিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিরন জমাদ্দার ও স্থানীয়রা জানান, রাতে জসিমের ঘর থেকে ইউনএও স্যার যে পলিথিন জব্দ করেছেন তার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা। জসিম দীর্ঘদিন যাবৎ পলিথিন বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে সরবরহ করে আসছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমুয়া ছোনাউটা গ্রামের জসিম মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান পলিথিন উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ পলিথিন রাখার অপরাধে জসিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশালের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে, তারা আসার পরে পলিথিনের পরিমান ও মূল্য জানা যাবে।