ঝালকাঠির কাঠালিয়ায় ৫১ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮ অক্টোবর মঙ্গল সকাল থেকে কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতায় অংশ নেন।
দুপুরে উপজেলা অডিটরিয়ামে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম পুরুস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম খান, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ আব্দুল হালিম, কচুয়া মাধ্যমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম, বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ওবায়দুল হক, হারিছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ জাকির হোসেন, আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্র, তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেন, মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন।