কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নিম্ম আয়ের মানুষের মাঝে স¥ার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্ড বিতরণ করা হয়। নিম্ম আয়ের ৬০৫ টি পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। প্রতি কার্ডধারী সরকার নির্ধারিত স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারবেন।
এ কার্ড উপকার ভোগীদের হাতে তুলে দেন শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মোস্তফা কামাল, এইচ এম নাসির উদ্দিন, মোঃ কাইয়ুম হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব, মহল্লাদার ও উপকারভোগীরা।