জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন নিজাম মিরবহর কে নৌকা প্রতিকের মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদারের ছেলে ফাহিমুল ইসলাম ২১ তারিখের ইউপি নির্বাচন থেকে সরে না দাড়ালে খুন করা হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ১৯ জুন শনিবার দুপুর ১২ টায় কাঠালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন নিজাম মিরবহর এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান ফোরকান সিকদারের ছেলে ও তার কর্মীবাহিনী আমাকে এবং আমার লোকজনদের হুমকি দিয়ে আসছে। গত কাল শুক্রবার আমুয়ার স্থানীয় একটি হোটেলে বসে আমার সাথে দস্তাদস্তী করে এবং নির্বাচন থেকে সড়ে না দ্বারালে হত্যা করার হুমকি দেয়। এসব ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করলে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
এব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার জানান, আমাদের ইউনিয়নে এরকম কোনো ঘটনা নাই। স্বতন্ত্র প্রার্থীর সমর্থন না থাকায় মিথ্যা কথা বলছেন। আমি এই বিষয়ের তিব্র প্রতিবাদ জানাই।