কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, সচিব ও হিসাব রক্ষকদের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা নিয়ে ২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সঞ্জয় দাস।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এ প্রশিক্ষনের আয়োজন করেন। প্রশিক্ষনে ৯০ জন অংশ গ্রহন করেন।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান বিন ইসলাম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ প্রমূখ।