কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন হাওলাদার সমাজ কল্যান ফাউন্ডেশন।
আজ ২৩ ডিসেম্বর সকালে কাঠালিয়া উপজেলার তালগাছিয়ায় হাওলাদার সমাজ কল্যান ফাউন্ডেশন কার্যালয়ের সামনের মাঠে অত্র সংগঠনের আয়োজনে দুই শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে এ কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে হাওলাদার সমাজ কল্যান ফাউন্ডেশনের আহবায়ক মোঃ আব্দুল কুদ্দুস হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালগাছিয়া দরবারের পীর সাহেব মুফতী নূরুল্লাহ্ আশরাফী, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন. ইউপি সদস্য মোঃ মাছুম বিল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা মোঃ খায়রুল ইসলাম হাওলাদার, মোঃ জহিরুল ইসলাম সবুজ, মোঃ মিজানুর রহমান তুহিন, মোঃ আশরাফুল ইসলাম আমিন, এনামুল হক রিন্টু, মোঃ কাউসার, মোঃ আবুল বাসারসহ সকল সদস্য ও উপকার ভোগীরা।