কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষদের সাথে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ জানুয়ারি শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি ও উপজেলা শিক্ষক সমিতি এ সভার আয়োজন করেন। মত বিনিময় সভায় ৫৭ টি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক-শিক্ষিকা ও বিএনপির নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।
কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বর্তমান সমাজে শিক্ষকতা পেশাই হলো পর উপকারি পেশা, তারা জাতীর সর্ব শ্রেষ্ঠ ব্যক্তি। শিক্ষকরা মেধা, শ্রম ও সময় দিয়ে অন্যের সন্তানকে মানুষ করার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন।
মোঃ কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি এস এম এজাজ আহম্মেদ, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মিরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল মুন্সীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।