কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের তালতলা বাজার সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মংচেনলা, ওসি তদন্ত সমির কুমার দাস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা, মোঃ মনিরুজ্জামান, নারায়ন চন্দ্র কাঞ্জিলাল, অবিনাশ চন্দ্র সন্নমৎ, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলীমুল মুন্সী, আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম প্রমূখ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।