কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের মাঝে ইউনিসেফ বাংলাদেশের উদ্যেগে ত্রান বিতরণ করা হয়েছে।
আজ ১৩ই জুন বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়মে ইউনিসেফের অর্থায়ন ও কারগরি সহযোগীতায় চাইল্ড সেনসিটিভ সোসাল প্রটোলক প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করেন। এ সময় ৭৫ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে ১৭ টি আইটেমের একটি করে ত্রানের প্যাকেট প্রদান করা হয়।
জাতীয় প্রকল্প পরিচালক ও সমাজসেবা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ সরোয়ার হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল রশিদ খান, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার। অনুষ্ঠানের সভাপত্বি করেন, উপজেলা সবাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন- ইউনিসেফ বরিশালের চিপ অপ ফিল্ড অফিসার আনোয়ার হোসাইন, ইউনিসেফের কন্সালটেন্ট মোঃ মোশারেফ হোসাইন।