কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ রমদানকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালী করেছে।
আজ ২৮ ফেব্রুয়ারী শুক্রবার আছরের নামাজের পরে কাঠালিযা বন্দর জামে মসজিদ এর সামনে থেকে একটি র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে রমজানের উপর আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ আলেম-ওলামাগন ও মুসুল্লিরা বক্তব্য রাখেন। বক্তারা রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্যমূল্যের ঊর্ধগতি বন্ধ করার আহবান জানান।
এ সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবর, আহলান সাহলান মাহে রমজান, দিনের বেলা পানাহার বন্ধ করো করতে হবে, রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করো করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধগতি বন্ধ করো করতে হবে সহ বিভিন্ন শ্লোগান দেয় অংশগ্রহণকারীরা ।