কাঠালিয়া প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ২৭ অক্টোবর সকাল ৯ টাকা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা যুবদলের প্রধান কার্যালয় এ চিকিৎসা সেবার
আয়োজন করা হয়। ডাক্তারঃ মোসা হাফিজা আক্তার এমবিবিএস মা ও শিশু রোগে বিশেষ অভিজ্ঞ পটুয়াখালী উপস্বাস্থ্য কেন্দ্র ও কাঠালিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আজম খান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদ্ধোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম মুন্সি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব দলের আহবায়ক মোঃ শাহিন মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি কিশোর মাহমুদসহ উপজেলার ৬টি ইউনিয়নের যুবদল সভাপতি সম্পাদকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় যুবদলের নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কো- চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল এর পরামর্শে আমরা মানুষের সেবায় কাজ করছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গনতন্ত্র প্রতিষ্ঠা সহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।