জনতার খবর ডেক্স:
কাঠালিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর আওতায় বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
২০ জানুয়ারী সোমবার থেকে এ কার্যক্রম শুরু চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। পরে ১২ মার্চ থেকে উপজেলার ৬ টি ইউনিয়নে ভোটার নিবন্ধন শুরু হবে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এ সময় বাদ পড়া ভোটারদের নিবন্ধন হবে আগামী ৬ ও ৭ এপ্রিল উপজেলা পরিষদ অডিটরিয়ামে।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ ছত্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য দেয়া হয়েছে।
উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদে ১২ মার্চ থেকে ১৫ মাচ পর্যন্ত, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদে ১৬ থেকে ১৭ মার্চ, আমুয়া ইউনিয়ন পরিষদে ১৮ মার্চ থেকে ২০ মার্চ, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদে ২১ থেকে ২২ মার্চ, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে ২৩ থেকে ২৫ মার্চ এবং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের কাজ চলবে।