জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুস্পৃষ্ট হয়ে সাইফুল মিয়া (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ ১৮ জুলাই রোববার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। সাইফুল গাছের ডাল কাটতে গেলে বিদ্যুতের তাঁরে জড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃতু ঘোষনা করেন।
সাইফুল মিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের এসকানদার মিয়ার ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান, সকালে দিনমজুরের কাজ করতে পাশ্ববর্তী পশ্চিম চেঁচরী গ্রামে যায় সাইফুল। দুপুরের গাছের ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের তাঁরের উপর পরলে বিদ্যুতায়িত হয়ে সেখানেই মারা যায়। স্থানীয়রা উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষনা করেন।