কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার দক্ষিন মরিচবুনিয়া গ্রামে বিদ্যুতের ছেঁড়া তাঁরে জড়িয়ে জিহাদ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ ১৪ আগষ্ট দুপুর ১২ টায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিন মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ীর পার্শ্ববর্তী রাস্তার পাশে পরে থাকা বিদ্যুতের তাঁরে জড়িয়ে শিশু জিহাদের মৃত্যু হয়। এলাকাবাসী ও স্বজনদের দাবী বিদ্যুৎ বিভাগের অবহেলায় এ মৃত্যু হয়েছে। অপরদিকে কেউ জিহাদের মৃত্যুর দায় নিতে রাজি না। বিদ্যুতের সংস্থা দুটি পরষ্পপর বিরোধী বক্তব্য দিচ্ছেন। একে অপরকে এ মৃত্যুর জন্য দুষছেন।
জিহাদ দক্ষিন মরিচবুনিয়া গ্রামের মৃত্যু রিয়াজ খলিফার পুত্র। সে দক্ষিন মরিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিলো।
কাঠালিয়া ওয়েষ্টজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর সহকারী প্রকৌশলী তাপশ কুমার বিশ্বাস জানান, এ ঘটনার সময় ভান্ডারিয়া গ্রীড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। বেলা ১১.৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত উন্নয়ন মূলক কাজের জন্য এ লাইনে বিদ্যুৎ বন্ধ সরবরাহ বন্ধ রাখা হয়েছিলো। দক্ষিন মরিচবুনিয়া গ্রামে বিদ্যুতের তাঁরে জড়িয়ে জিহাদের মৃত্যুর দায় ওয়েষ্টজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর নয়।
অপরদিকে পল্লী বিদ্যুৎ কাঠালিয়া (বান্দাঘাটা) সাব ষ্ট্রেশনের সহকারী জুনিয়র প্রকৌশলী মোঃ হামিম জানান, মরিচবুনিয়া এলাকায় কাঠালিয়া ওয়েষ্টজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ ও পল্লী বিদ্যুৎ এর লাইন রয়েছে। ওজোপাডিকো’র তাঁর ছিড়ে রাস্তায় পরে থাকায় সে তাঁরে জড়িয়েছে জিহাদ। ওখানে আমাদের কোন তাঁর ছেড়া নেই। ঐ এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি (খাম্বা) সাথে ওজোপাডিকো বিভিন্ন গ্রহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। অথচ এ ব্যাপারে তারা আমাদের অবহিত করেনি।