কাঁঠালিয়া(ঝালকাঠি)প্রতিনিধি
ঝালকাঠি কাঁঠালিয়ায় বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অংশসংগঠন।
আজ শনিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকনের নেতৃত্বে
একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়। মিছিলটি উপজেলা বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডের ডাচ বাংলাব্যাংক মোড়ে গিয়ে এ সমাবেশে মিলিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর,সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবদল আহবায়ক হাসিব ভুট্টো ও উপজেলা ছাত্রদল আহবায়ক রাকিবুল ইসলাম তুষার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার ও তার দলবল বিএনপির কেন্দ্রীয় ধম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামালকে প্রান নাশের হুমকি দেওয়ায় এর প্রতিবাদ ও নিন্দা জানাই। এছাড়াও কবির হাওলাদার ও তার দলবলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।