ঝালকাঠি প্রতিদিন :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র অফিসে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় এক ছাত্রদল কর্মী আহত হয়েছে।
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে হেলাল নামে এক ছাত্রদল কর্মী ২০/২৫ জনের একটি দল নিয়ে বাসস্ট্যান্ডস্হ বিএনপি’র কার্যালয় হামলা ও ভাংচুর চালায়।
এ সময় আওড়বুনিয়া ইউনিয়ন ছাত্রদলকর্মী মোঃ আমির হোসেন আহত হয়। আহত মো: আমির হোসেনকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা ছাত্রদল সভাপতি মো: রাকিবুল ইসলাম তুষার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।