কাঠালিয়া প্রতিনিধি:
পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টায় কাঠালিয়া বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে বৈশাখী মেলায় মিলিত হন।
এ সময় র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম আলিম মুন্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা পুকুরে হাস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।