কাঠালিয়া প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং গরীব, দুস্থ অসহায়দের মধ্যে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ বিতরন করা হয়।
আজ ৮ আগস্ট রবিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কাঠালিয়া এর আয়োজন করেন।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন তুলেন দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা।
অনুষ্ঠানের ৬ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও ৬ জন দুস্থ নারীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।