কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কঠালিয়ায় ফুটবল প্রতিযোগিতায় কাঠালিয়া বিষখালী ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
আজ ১৪ জুন শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাঠালিয়া বিশখালী ক্লাব আমুয়া নাসিম স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে বিষখালি একাদশ জয় লাভ করে।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ নেছার উদ্দিন প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রিড়া অফিসার মোঃ হুসাইন আহম্মেদ।
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খেলায় চারটি ক্লাব অংশ গ্রহণ করে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খেলা উপভোগ করেন।