জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মুন্সিরাবাদে মরহুম আঃ জব্বার মাস্টারের বসত ঘর আগুনে পুড়ে ধ্বংশস্তুপে পরিনত হয়েছে।
আজ ১৬ আগষ্ট সোমবার বিকালে উপজেলার মুন্সিরাবাদ গ্রামে মরহুম আঃজব্বার মাষ্টারের বসত ঘরে আগুন লাগে ঘরের মূল্যমান জিনিষপত্রসহ ২৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানান, বিকালে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে মালামালসহ পুরো ঘর পুড়ে ধ্বংশস্তুপে পরিনত হয়। গ্রামবাসীরা প্রথমে বালতি ও কলসির পানি দিয়ে চেষ্টা করলে তাতে কোন কাজে আসেনি।
কাঠালিয়া ফায়ার সাভির্সের একটি দল ঘটনাস্থলে পৌছার পূর্বেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ফলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, ৫নং শৌলজালিয়া ইউ পি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন ও জেলা পরিষদের সদস্য এস,এম,আমিরুল ইসলাম লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।