জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওরাবুনিয়া ও চেঁচরীরামপুরে ইউনিয়নের ৮৩টি পরিবারের মাঝে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস এ বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের প্রচেষ্টায় ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি প্রধানমন্ত্রীর উপহার ‘আশ্রয়ন-২’ প্রকল্পের নির্মিত ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ দেন। বিদ্যুৎ সংযোগ পেয়ে উপকারভোগীরা খুবই খুশি।
ইতোপূর্বে, মুজিববর্ষ উপলক্ষে কাঠালিয়া উপজেলায় গৃহহীনদের জন্য প্রথম পর্যায়ে ৫০টি ঘর এবং ২য় পর্যায়ে ৩২৮টি গৃহ বরাদ্দ দেয়া হয়েছে।