কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় পাবলিক ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব কাঠালিয়ার ঈদ পূর্নমিলনী ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কাঠালিয়া অফিসার্স ক্লাবে এ ঈদ পূর্নমিলনী শেষে উপস্থিত সকলের প্রস্তাবনা ও সমর্থনে ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে মোঃ ইমরান কবিরকে আহবায়ক, মোঃ শফিকুর রহমানকে সিনিয়র যুগ্ন আহবায়ক, মোঃ রিয়াজুল ইসলামকে যুগ্ন আহবায়ক, মোঃ তাওহিদুল ইসলামকে সদস্য সচিব ও মোঃ আনোয়ার হোসেন সাগরকে নির্বাহী সদস্য করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, সহকারি এটর্নি জেনারেল মোঃ আরিফুর রহমান, সহকারি অধ্যাপক মোঃ ইমরান কবির, সহকারি অধ্যাপক ছাইদুর রহমান, ডাঃ ফারজানা সারমিন সুখি, শিক্ষক মোঃ শফিকুর রহমান প্রমুখ।