জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের তিনটি কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার তিনটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে কাঁঠালিয়া উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে আওড়াবুনিয়া ইউনিয়নের শরীফের হাট এলাকায় নৌকা প্রতীকের কার্যালয় ও পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিণ মরিচবুনিয়া এলাকায় নৌকা প্রতীকের কার্যালয়ে আগুন দেয়া হয়।
আগুনে পোস্টার ও আসবাবপত্রসহ কার্যালয়গুলো পুড়ে যায়। আগুন দেওয়ার ঘটনায় এ ঘটনায় আওয়ামীলীগ প্রার্থীরা দলের বিদ্রোহী প্রার্থীদের দায়ী করেছেন।
এ ব্যাপারে কাঁঠালিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায়।