জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠির কাঠালিয়ার দোগনায় নিলয় (৩) নামে এক শিশুর খালে ডুবে মৃত্যু হয়েছে।
আজ ৯ জুলাই শুক্রবার দুপুরে দোগনা বাজার সংলগ্ন খালে পড়ে তার মৃত্যু হয়।
নিলয় দোগনা গ্রামের অমল কর্মকারের ছোট ছেলে। আজ বিকালে নিজ বাড়ীতে তার সৎকার সম্পন্ন হয়েছে।