ঝালকাঠির কাঠালিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাঠালিয়া থানা ইনচার্জ পুলক চন্দ্র রায়, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান, চেঁচরীরামপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার ও পাটিখালঘাটা ইউপি চেয়ারম্যান শিশির দাস ও পরাজিত ইউপি সদস্য ফারুক হোসেন প্রমূখ।
বক্তারা এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ও সহিংসতায় না জড়ানোর জন্য অনুরোধ জানান।