কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ায় নারী নির্যাতন মামলার বাদী মোসাঃ আসমা বেগম তদন্তকারী কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর মোঃ মতিয়ার রহমান এর বিরুদ্ধে আসামীর পক্ষপাত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।
আজ ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মামলার বাদী মোসাঃ আসমা বেগম ও তার মা মমতাজ বেগম উপস্থিত ছিলেন। আসমা বেগম লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। উপজেলার তারাবুনিয়া গ্রামের মোঃ সেলিম তালুকদারের পুত্র রাজু তালুকদারের সাথে আমার স্কুল পড়–য়া মেয়ে অবিদা আক্তারের গত ১ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর আমার জামাই রাজু চাকুরির সুবাদে মালয়েশিয়া চলে যাওয়ার পর থেকে তার বড় ভাই হৃদয় তালুকদার ওরফে বাহাদুর প্রায়ই যৌন হয়রানির চেষ্টা করে আসছে। এর প্রতিবাদ করলে বাহাদুর, তার স্ত্রী শারমিন
সুলতানা, বাহাদুরের ভাই সাগর তালুকদার ও পিতা সেলিম তালুকদার শারীরিক ভাবে নির্যাতন করে।
এ বিষয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করলে আদালত কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপ্রক্টার মোঃ মতিয়ার রহমানকে তদন্ত করার দায়িত্ব দেন। মতিয়ার রহমান মামলার ৩ নাম্বার বিবাদী সেলিম তালুকদারকে সাথে নিয়ে আমার মেয়ের স্কুলে গিয়ে দায়সাড়া তদন্ত করেন। এ তদন্ততে আমরা ন্যায় বিচার পাবো না। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে এর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবী করছি।
হৃদয় তালুকদার ওরফে বাহাদুর জানান, আমাদের বিপক্ষ লোকদের পরামর্শে মিথ্যা এবং বানোয়াট মামলা দায়ের করছে। আমরা এর প্রতিবাদ জানাই।
মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান জানান, তদন্ত পূর্বক রিপোর্ট দেয়া হয়েছে। এ ব্যাপারে আমার অন্য কোন বক্তব্য নাই।
এ বিষয়ে কাঠালিয়া থানার ওসি মংচেনলা কাছে জানতে চাইলে তিনি জানান, মামলার তদন্ত বিষয়ে আমার কোন কথা বলার এখতিয়ার নাই। বাদীর তদন্ত রিপোর্ট মনোভূত না হলে সে আদালতে পূনরায় তদন্তের আবেদন করতে পারে।