কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আজ ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৬টায় শহীদ মিনারে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি ও কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় দাস, থানা অফিসার ইনচার্জ মংচেনলা, ওসি তদন্ত সমির কুমার দাস, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সাবেক উপজেলা কমান্ডার মোঃ ফজলুল হক মৃধা, প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্তরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তেলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে কাঠালিয়া উপজেলা প্রশাসন।