কাঠালিয়া প্রতিনিধিঃ
“আগামী প্রজম্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ স্লোগানকে ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজেনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন পালিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করে প্রধান প্রধান শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, এ কে এম আজাদ লাভলু, ইসলামিক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, কাঠালিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।