কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ার মধ্য কৈখালী গ্রামের স্বামী মোঃ মহারাজ হাওলাদারের সাথে স্ত্রী ডালিম বেগমের দেনমোহরের ১ লক্ষ টাকা পরিশোধ নিয়ে সন্ধ্যায় ঝগড়া, অতঃপর সকালে আত্মহত্যা।
পুলিশ ও এলাকাবাসী জানান, মহারাজের সদ্য বিবাহিত স্ত্রী ডালিম বেগমের দেনমোহরের ১ লক্ষ টাকা পরিশোধ নিয়ে প্রায়ই ঝগরা ও কলহ চলতো স্বামী স্ত্রীর মধ্যে। মঙ্গলবার সন্ধ্যায় এ টাকা পরিশোধ নিয়ে সর্বশেষ ঝগড়া হয় তাদের মধ্যে।
আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি বাগানে কাঠাল গাছের সাথে মহারাজের লাশ ঝুলতে দেখতে পান প্রতিবেশি আমির হাওলাদার। পরে তিনি এলাকাবাসী ও পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। মৃত্যুর কারন জানাজায়নি, কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।