কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় চোর সেজে ঘরে ঢুকে আঃ জলিল টুকু পঞ্চায়েত(৫০) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে। স্বামীকে বাঁচাতে স্ত্রী হনুফা (৪০) এগিয়ে আসলে সেও আহত হয়। টুকু পঞ্চায়েতকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ সহাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
৩০ জুলাই শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্র্ামের পঞ্চায়েত বাড়িতে এ ঘটনা ঘটে।
হনুফা বেগম ডলি জানান, “শুক্রবার দিবাগত রাত ৩টায় আমাদের ঘরে তিনটি স্থান থেকে সিঁদ কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকতে ব্যর্থ হয়ে পিছনের দরজা ভেঙ্গে ৫/৭ জন লোক ঘরে ঢুকেই আমার স্বামীকে রামদা ও চাপাতি দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে জখম করে। আমি তাকে বাঁচানোর জন্য চিৎকার করলে দূর্বৃত্তরা রামদা দিয়ে আমার হাতে জোরে আঘাত করে। অন্যরা ঘরের লোকজনকে আটকে রেখে মালামাল তছনছ করতে থাকে। এ সময় আলমারি থেকে ৩ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়”।
আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার জানান, আঃ জলিল টুকু আওয়ামী লীগের নিবেদিত একজন কর্মী। কৃষিকাজ করে তিনি সংসার চালান। তাকে যেভাবে কোপানো হয়েছে কোন মানুষ তা সহ্য করতে পারে না। যে কোনো মূল্যে হোক এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য যা প্রয়োজন করা হবে।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, পূর্ব শত্রুতা ও জমা-জমি সংক্রান্ত মামলা জেরে জলিল পঞ্চায়েত ওরফে টুকুকে কোপানোর উদ্দেশ্যেই মূলত দূর্বৃত্তরা ঘরে ঢুকেছিল।